Tripsee Treks  and Tours LLP
Blog and Travel with Us

স্বর্গরাজ্য সিকিম



Aritra Biswas Aritra Biswas

কদিন আগে ঘুরে এলাম গ্যাংটক এবং নর্থ সিকিম। যাওয়া আসা অনেক চেষ্টা‌ করেও ৯দিন এর কমে হলনা।

৩০শে নভেম্বর শুক্রবার রাত ১০:০৫ এ দার্জিলিং মেল এ রওনা দিলাম, পরদিন সকাল ৯:৩০টায় পৌঁছালাম নিউজলপাইগুড়ি। ট্রেন প্রায় ১:৩০ ঘন্টা লেট ছিল। নিউ জলপাইগুড়ি নেমে গাড়ি করে ৪ ঘন্টা পেরিয়ে গ্যাংটক পৌঁছালাম বিকাল ৩টে নাগাদ।

প্রসঙ্গত বলে রাখি, গাড়ি করার বদলে ২০/- খরচ করে শিলিগুড়ি S.N.T থেকে বাসে চলে আসতে পারেন।

০২ ডিসেম্বর রবিবার সকালে আমাদের যাত্রা শুরু হল Tsomgo Lake, Baba Mandir এবং Nathu La এর উদ্দেশ্যে। Baba Mandir এর‌ সামনে নবনির্মিত শিব মূর্তি টি বিশেষ আকর্ষণীয় ।

০৩ ডিসেম্বর সোমবার আমরা‌ গ্যাংটক এর‌ sightseeing করতে‌ বেরিয়েছিলাম। Banjhakri Falls টা আলাদা করে নজর কাড়ল,‌ আমি আগের বার এটা‌  দেখতে পারিনি। যেটা জানতে পারলাম যে Banjhakri Falls আর Rumtek Monastery একসাথে হয়না।

০৪ ডিসেম্বর মঙ্গলবার আমরা‌ Lachung এর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম।পথে Butterfly Falls এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। Lachung পৌঁছাতে বিকাল ৫টা বাজল।

পরের দিন ০৫ ডিসেম্বর বুধবার Yumthang এবং Zero Point এর দিকে যাওয়া হল। Zero Point এ কিছু বরফ এবং কিছু জল মিশিয়ে এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করে। আর দূরে তুষারাবৃত পর্বতশৃঙ্গ। Yumthang এ যদিও বরফ পাওয়া যায়নি। আমরা ফিরে এলাম Lachen এ, সেখানে রাত কাটিয়ে পরদিন যাবো Kala Pahar এবং Gurudongmar Lake.

০৬ ডিসেম্বর সবচেয়ে অপেক্ষারত দিন, রাত ৩:৩০ এ আমরা Kala Pahar এর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। প্রায় ৪ ঘন্টা গাড়ি চলার পর আমরা Thangu তে পৌছালাম। সেখানে চা খেয়ে আরও এক ঘণ্টা পরে পৌছালাম Kala Pahar এ। একদিকে সূর্যের আলো আর অন্যদিকে বরফের পাহাড় দেখে মন ভরে যায়। এরপর আমরা গেলাম Gurudongmar Lake,  নর্থ সিকিম এ সবচেয়ে খারাপ রাস্তা বোধহয় এটি। কিন্তু Gurudongmar পৌঁছে সেই কষ্ট টা ভুলে গেলাম। ১৭৮০০ ফুট উঁচুতে যে অত সুন্দর লেক থাকতে পারে, না‌ দেখলে বিশ্বাস করা যায়না। Gurudongmar থেকে Lachen হয়ে Gangtok ফিরতে রাত ৯:৩০ বেজে গেলো।

০৭ ডিসেম্বর একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম Namchi ও Ravangla. Namchi তে চারধাম মন্দির এবং Samdruptse Temple অবশ্যই ঘুরে আসুন। Ravangla তে Buddha Park টি ও বেশ সুন্দর ও গোছানো।

০৮ ডিসেম্বর সকালে হোটেলে খাওয়া দাওয়া করে S.N.T থেকে বাস ধরলাম NJP এর উদ্দেশ্যে। রাত ৮ টার দার্জিলিং মেল ধরে পরদিন সকাল ৬:৩০টায় শিয়ালদহ পৌছালাম।

Meet the Blogger

Aritra Biswas


Name- ARITRA BISWAS
Age-26 YEARS
Profession- IT PROFESSIONAL
City- KOLKATA
Hobbies- TRAVEL, MUSIC, READING BOOKS
Previous Tours-
Vizag - Araku Tour (2016), Sunderban Tour (2016), Kamarpukur Jayrambati Bishnupur Tour (2017), Bangalore Mysore Ooty Tour (2017), Lava Rishop Lolaygaon Tour (2018), Gangtok and North Sikkim Trip (2018), Dooars Tour (2019)



You may also like