Tripsee Treks  and Tours LLP
Blog and Travel with Us

অরণ্যের দিনরাত্রি



Aritra Biswas Aritra Biswas

পরপর অনেক বার পাহাড় ঘোরার পর এবারের তিন বন্ধুর গন্তব্য ঠিক হল জঙ্গল, অর্থাৎ কিনা বাঙালির ডুয়ার্স। সেই মতই প্ল্যান করে ৫ দিন এর ছুটি নিয়ে ঘুরে এলাম ডুয়ার্স এবং সাথে করে নিয়ে এলাম কিছু অবর্ণনীয় সৌন্দর্যের স্মৃতি।

পর্ব ১ : ৩০শে এপ্রিল রাত ১১:০৫ মিনিটে হাওড়া - এনজেপি এসি এক্সপ্রেসে করে রওনা দিলাম। অন্য কোনো ট্রেনে টিকিট না পাওয়ায় বাধ্য হয়ে এই ট্রেনে করে যাওয়া। ট্রেন ৩ ঘন্টা লেট করে পরদিন অর্থাৎ ১লা মে এনজেপি পৌঁছাল বেলা ১২টায়। স্টেশন থেকে আমাদের পরিচিত কুশল দা নিয়ে চলল লাটাগুড়ির দিকে। গাড়িতে এনজেপি থেকে লাটাগুড়ি যেতে সময় লাগে ১:৩০ - ২ ঘন্টা। লাটাগুড়ি পৌঁছে আমরা মেডলা ওয়াচ টাওয়ার এর টিকিট কাটলাম। প্রসঙ্গত, মেডলার থেকে যাত্রাপ্রসাদ বেশি সুন্দর, কিন্তু আমাদের লাটাগুড়ি পৌঁছাতে ২টো বেজে যাওয়ায় আমরা যাত্রাপ্রসাদ এর টিকিট পাইনি। মেডলা ওয়াচ টাওয়ার থেকে আমারা একটি গণ্ডার, হাতি, কিছু ময়ূর ও হরিণ দেখলাম। হোটেল ফেরার পথে গরুর গাড়ি করে যাওয়া এবং স্থানীয় লোকনৃত্য বিশেষ আকর্ষণ। মেডলা ওয়াচ টাওয়ার সাফারির তিন জনের মোট খরচ ২২৫০/-

পর্ব ২ : লাটাগুড়ি তে রাত কাটিয়ে পরের দিন ২রা মে সকালে আমরা‌ বেরিয়ে পড়লাম মূর্তির উদ্দেশ্যে। গন্তব্য মূর্তি, ঝালং, বিন্দু, সামসিং, রকি আইল্যান্ড হয়ে সান্তাল খোলা। ঝালং থেকে বিন্দু যাওয়ার পথে অ্যাপল স্টোন নামের একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সারতে পারেন। রেস্টুরেন্ট টি এর পরিবেশের জন্য বিখ্যাত। পাহাড়ের কোলে ঝর্নার পাশে আপনি পাবেন সুপরিবেশিত ঘরোয়া বাঙালি খাবার। বিকাল ৫:৩০ নাগাদ আমরা পৌছালাম সান্তাল খোলা। আমাদের বুকিং ছিল সরকারি ফরেস্ট কটেজে। ডুয়ার্স যদি যান তাহলে সান্তাল খোলা তে একটা রাত অবশ্যই কাটাবেন। সামসিং এও একটি সরকারি গেস্ট হাউস আছে, কিন্তু সান্তাল খোলার টি অপেক্ষাকৃত বেশি সুন্দর।

পর্ব ৩ : ৩রা মে সকাল সকাল রওনা দিলাম জলদাপাড়া। সান্তাল খোলা থেকে লোকাল গাড়িতে চালসা স্টেশন চলে আসুন, সময় লাগে ৩০-৪০ মিনিট। সেখান থেকে প্যাসেঞ্জার ট্রেনে করে মাদারিহাট আসুন। মাদারিহাট স্টেশন থেকে জলদাপাড়া টুরিস্ট লজ অটো বা টোটো তে ৫ - ১০ মিনিট। আমরা হলং লজ এর বুকিং পাইনি, তাই জলদাপাড়া টুরিস্ট লজে ছিলাম। অতিথি আপ্যায়ন এবং ব্যবস্থাপনা আপনাকে একটুও নিরাশ করবেনা। লজে পৌঁছে সেদিন ই বিকালে আমরা চলে গেলাম জীপ সাফারি তে। পথে একটি গণ্ডার, কিছু বাইসন এবং হরিণের দেখা পেলাম। সন্ধ্যা বেলা লজে ফিরে পরের দিন সকালের এলিফ্যান্ট সাফারির টিকিট কেটে রাখলাম। জীপ সাফারি করতে তিন জনের খরচ পড়ে ২২৫০/- এবং এলিফ্যান্ট সাফারির তিন জনের মোট খরচ ৩২৫০/-

পর্ব ৪ : ৪ঠা মে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিলাম। গাড়িতে করে এসে পৌছালাম হলং লজে। এখান থেকেই এলিফ্যান্ট সাফারি শুরু হয়। চার টে হাতি এবং তাদের দুটি বাচ্চা আমাদের নিয়ে যাবে জঙ্গলে। এক একটি হাতির পিঠে ৪ জনের বসার ব্যবস্থা। বাচ্চা রা শুধু সঙ্গে যায়। একটি ছোট্ট নদী পেরিয়ে বিস্তর খোঁজাখুঁজি করে দুটি হরিণ ছাড়া আর কিছু দেখা যায়নি। ফিরে এলাম টুরিস্ট লজে, সেখানে দুপুরের খাওয়া দাওয়া সেরে এলাম হাসিমারা স্টেশন। প্রায় ২ ঘন্টা লেট করে পরদিন ৫ই মে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে সকাল ১১:৩০ এ শিয়ালদহ নামলাম।

কিভাবে যাবেন- নিউ মাল জংশন থেকে গাড়ি ভাড়া বা শেয়ার গাড়ি করে লাটাগুড়ি। ২ থেকে আড়াই ঘণ্টা সময় লাগবে। নিউ জলপাইগুড়ি থেকেও গাড়ি ভাড়া বা শেয়ার গাড়ি করে লাটাগুড়ি পৌঁছানো যায়। সময় লাগে ৪০-৫০ মিনিট।

অন্যতম আকর্ষণ- চারিদিকে সবুজের সমারোহ। দূরে পাহাড়ের সারি। নদীর রুপ বছরের বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম হয়। আর তার সাথে ক্ষেত জমি। জিপ সাফারি ও হাতি সাফারি একটি অন্যতম আকর্ষণ এখানে। বিভিন্ন প্রাণীর ( যেমন হরিন,বাইসন, হাতি প্রভৃতি) ও দেখা পাওয়া যায় এখানে। এখানে কিছু ছোটো ছোটো পায়ে হেঁটে চলার রুট ও আছে। চাইলে সেদিকে ও ঘুরে আসা যেতে পারে (বর্ষা বাদে)।

যাওয়ার সব থেকে ভালো সময়- বছরের একেক সময় একেক রুপ দেখতে পাবেন এখানে। তবে অতি বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ও সৃষ্টি হয় অনেক সময় এখানে। জুলাই থেকে সেপ্টেম্বর জঙ্গল বন্ধ থাকে। কিন্তু বর্ষার সময় বা বর্ষার পর শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাইলে চলে আসাই যায় এখানে।

নিকটবর্তী কিছু জায়গা-  চিলাপাতা, জলঢাকা, মূর্তি, লাভা, লোলেগাও

Meet the Blogger

Aritra Biswas


Name- ARITRA BISWAS
Age-26 YEARS
Profession- IT PROFESSIONAL
City- KOLKATA
Hobbies- TRAVEL, MUSIC, READING BOOKS
Previous Tours-
Vizag - Araku Tour (2016), Sunderban Tour (2016), Kamarpukur Jayrambati Bishnupur Tour (2017), Bangalore Mysore Ooty Tour (2017), Lava Rishop Lolaygaon Tour (2018), Gangtok and North Sikkim Trip (2018), Dooars Tour (2019)



You may also like